
প্রতিবেদক: তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদের নির্বাচনে বড় জয় পেয়েছে ফোরাম প্যানেল। তারা ৩১টি পদে জয়ী হয়েছে।
সম্মিলিত পরিষদ পেয়েছে মাত্র ৪টি পদ। অন্যদিকে ঐক্য পরিষদ একটিতেও জয়ী হতে পারেনি। নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার, ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন এবং চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে।
এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি জোট—ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। ফোরাম ও সম্মিলিত পরিষদ দুই অঞ্চলেই পূর্ণ প্যানেল দেয়। তবে ঐক্য পরিষদ অংশ নেয় মাত্র ৬ প্রার্থী দিয়ে। সব মিলিয়ে প্রার্থী ছিলেন ৭৬ জন।
ফোরামের প্যানেল দলনেতা ছিলেন রাইজিং ফ্যাশনসের এমডি মাহমুদ হাসান খান। সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম এবং ঐক্য পরিষদের পক্ষে ছিলেন রোমো ফ্যাশন টুডের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।
ঢাকা অঞ্চলের ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টিতেই জয়ী হয়েছেন ফোরামের প্রার্থীরা। শুধু একটি পদে জয় পেয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী ফারুক হাসান। ফোরামের বিজয়ীদের মধ্যে আছেন মাহমুদ হাসান খান, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, ফয়সাল সামাদ, এ বি এম শামছুদ্দিন, সামিহা আজিম, রেজওয়ান সেলিমসহ আরও অনেকে।
চট্টগ্রাম অঞ্চলের ৯টি পদের মধ্যে ফোরাম জয়ী হয়েছে ৬টিতে। এই অঞ্চলে সম্মিলিত পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন ৩টি পদে। এখানে ফোরামের পক্ষে জয়ীরা হলেন সেলিম রহমান, সাকিফ আহমেদ সালাম, শরীফ উল্লাহ প্রমুখ। সম্মিলিত পরিষদের হয়ে জয় পেয়েছেন সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।
ঢাকায় সর্বোচ্চ ১,১৪৯ ভোট পেয়ে শীর্ষে ছিলেন ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান। চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পেয়েছেন সেলিম রহমান। এবার মোট ভোটার ছিলেন ১,৮৬৪ জন। এর মধ্যে ১,৫৬১ জন ঢাকা অঞ্চলের এবং ৩০৩ জন চট্টগ্রামের। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৭ দশমিক ৫ শতাংশ ভোটার।
ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত। ভোটারদের প্রবেশের সময় পরিচয়পত্র বাধ্যতামূলক ছিল। প্রার্থীরা বাইরে অবস্থান করলেও ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে ডিজিটাল স্ক্রিনে কারা কখন ভোট দিচ্ছেন, তা সরাসরি সম্প্রচার করা হয়।
ভোট গণনা শেষে শনিবার রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ। এদিন দুপুরে সম্মিলিত পরিষদের দলনেতা আবুল কালাম বলেন, “ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে, ফলাফল যাই হোক মেনে নেব।”
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১১ জুন সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন হবে। ১৬ জুন নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে সম্মিলিত পরিষদ পুরো বোর্ডে জয় পেলেও নানা অভিযোগ উঠেছিল। ওই নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি হন এস এম মান্নান, যিনি আওয়ামী লীগের একজন নেতা। তবে পরে তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলার পর তাঁকে সংগঠনে আর দেখা যায়নি। ২০২৪ সালের ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়।