মে মাসে অর্থনীতিতে আংশিক অগ্রগতি, কৃষি-উৎপাদন খাত চাঙা, স্থবির নির্মাণ খাত

প্রতিবেদক: গত মে মাসে বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা অগ্রগতি লক্ষ্য করা গেছে। কৃষি, উৎপাদন এবং সেবা খাত উল্লেখযোগ্যভাবে ভালো করলেও নির্মাণ খাতে কোনো অগ্রগতি হয়নি। দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপ্রকৃতি নিয়ে বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)-এর প্রতিবেদন এ তথ্য জানায়। প্রতি মাসে এই সূচক প্রকাশ করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।

রোববার এমসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসে বাংলাদেশের সার্বিক পিএমআই স্কোর দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৯, যা এপ্রিলের তুলনায় ৬ পয়েন্ট বেশি। এটি অর্থনীতির দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেয়।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ জানান, গত মাসে রপ্তানিনির্ভর উৎপাদন খাতের গতি এবং ঈদকে কেন্দ্র করে কৃষি ও সরবরাহ ব্যবস্থার সক্রিয়তায় অর্থনীতি এগিয়েছে। তবে নির্মাণ খাতে তেমন কোনো অগ্রগতি হয়নি, বরং তা স্থবির রয়ে গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি খাত টানা অষ্টম মাসে দ্রুত সম্প্রসারণে রয়েছে। উৎপাদন খাতও টানা নবম মাসে ইতিবাচক ধারায় রয়েছে এবং তা আগের তুলনায় গতিশীল হয়েছে। সেবা খাত টানা অষ্টম মাসে সম্প্রসারণের ধারা অব্যাহত রেখেছে। অন্যদিকে, নির্মাণ খাত ছয় মাস ধরে সম্প্রসারণে থাকলেও মে মাসে তার কোনো অগ্রগতি হয়নি।

তবে উদ্বেগের বিষয় হচ্ছে, নতুন ব্যবসা সূচক এবং কর্মসংস্থান সূচক আবারও সংকোচনের দিকে গেছে। ফলে সাময়িক অগ্রগতির মাঝেও কিছু খাতে চাপ রয়ে গেছে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।