
প্রতিবেদক: বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন করেছে। রোববার থেকে নতুন এ সিস্টেম কার্যকর করা হয়েছে। ব্যাংকটির দাবি, এ ব্যবস্থার ফলে সেবার মান হবে আরও উন্নত, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী। এর মাধ্যমে শুরু হলো ইউসিবির ডিজিটাল ব্যাংকিং সেবার এক নতুন অধ্যায়।
নতুন কোর ব্যাংকিং ব্যবস্থায় ইউসিবি চালু করেছে ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের ব্যাংক খাতে প্রথম। এটি আধুনিক সংস্করণ ১৪.৭-এ হালনাগাদ করা হয়েছে। বিশ্বব্যাপী ষষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এই ভার্সন ব্যবহার শুরু করল ইউসিবি।
ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ প্রযুক্তির বিস্তারিত তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এবং ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকলের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইউসিবি তাদের কোর ব্যাংকিং সফটওয়্যার ফ্রেক্সকিউব ইউনিভার্সেল ব্যাংকিং সলিউশন এর ১২.২ থেকে ১৪.৭ সংস্করণে উন্নীত করেছে। এতে মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের মাধ্যমে এখন ব্যাংকে হিসাব খোলা, ঋণ প্রক্রিয়াকরণ কিংবা নিরাপত্তা যাচাই আরও দক্ষতার সঙ্গে করা সম্ভব হবে।
এই নতুন প্রযুক্তি ইউসিবিকে দিয়েছে আরও বেশি প্রযুক্তিগত স্থিতিশীলতা, সেবার গতিশীলতা এবং একই সঙ্গে বহু গ্রাহককে সেবা দেওয়ার সক্ষমতা। ওপেন এপিআই ব্যাংকিংয়ের ফলে গ্রাহকের অনুমোদনের ভিত্তিতে ইউসিবি বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ও ফিনটেক প্ল্যাটফর্মের সঙ্গে নিরাপদ তথ্য ও সেবা বিনিময় করতে পারবে। এতে করে গ্রাহকরা কাস্টমাইজড আর্থিক সেবা গ্রহণের পাশাপাশি ব্যাংকিং সেবার ওপর আরও নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা পাবেন।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “নতুন এ প্রযুক্তির ফলে ইউসিবি এখন দ্রুত ও উন্নত সেবা দিতে পারবে। বিদেশে ব্যাংকগুলো যে ধরনের সেবা দেয়, আমাদেরও সে ধরনের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।”
উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, “আগে যেমন বিদেশে ফোন করতে হলে মধ্যস্থতাকারীর প্রয়োজন হতো, এখন যেমন সরাসরি ফোন করা যায়, তেমনি নতুন এ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের চাহিদা অনুযায়ী সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে।