বাজেট বাস্তবায়নে ছুটির দিনেও খোলা থাকবে এনবিআরের অফিস

প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আগামী ২১ ও ২৮ জুন, দুই শনিবার তাদের অধীন সব কাস্টমস, ভ্যাট ও আয়কর কার্যালয় খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজস্ব আদায়ের স্বার্থে এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম সচল রাখার জন্য এই বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনবিআর আজ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

গত ২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেট চূড়ান্ত করার জন্য ২২ জুন একটি বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই থেকে মে পর্যন্ত) এনবিআর মোট ৩ লাখ ২১ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা সাময়িক হিসাব। ভ্যাট রিটার্নের হিসাব শেষে আদায়ের পরিমাণ আরও বাড়তে পারে।

রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের জন্য জুন মাসে এনবিআরকে প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। চলতি অর্থবছরের জন্য এনবিআরকে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে, যা মূল লক্ষ্য ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার থেকে কিছুটা কম।