‘মার্চ টু এনবিআর’: চেয়ারম্যান অপসারণ ও রাজস্ব সংস্কারের দাবিতে কর্মকর্তাদের লাগাতার কর্মসূচি

প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ শনিবার থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই ঢাকার এনবিআর ভবনের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মকর্তারা জড়ো হন। আন্দোলনকারীদের অবস্থানে এনবিআর ভবনের মূল ফটক বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভেতরে অবস্থান নিয়েছে বিজিবি, পুলিশ, র‍্যাব ও কোস্টগার্ড সদস্যরা। আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শাটডাউন শুরু, ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা ।আন্দোলনকারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যা সমাধানের বদলে মিথ্যাচার করছেন এবং একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁরা জানান, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। এ পরিস্থিতিতে সারা দেশের শুল্ক ও কর কার্যালয়ে আজ থেকে লাগাতার শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান।এর আগে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আন্দোলন প্রত্যাহার করা হবে। বদলির আদেশ পুনর্বিবেচনা করা হবে ।আগামী মঙ্গলবার তিন পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে

তবে আন্দোলনকারীরা এই প্রস্তাব মানেননি। গতকাল শুক্রবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা শনিবার থেকেই পূর্বঘোষিত কর্মসূচি পালন করছেন।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন,এ মুহূর্তে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া সংস্কারের আর কোনো পথ খোলা নেই। আমরা এনবিআর সংস্কারের পক্ষে, তবে তা হতে হবে সব পক্ষের মতামতের ভিত্তিতে। নিপীড়নমূলক বদলির আদেশও বাতিল করতে হবে।”

উল্লেখ্য, গত ১২ মে এক অধ্যাদেশের মাধ্যমে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ—‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ গঠন করে। এর পর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ ব্যানারে আন্দোলন শুরু করেন। তাঁরা বলছেন, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের সঙ্গে আলোচনা না করে, যা প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করছে।

এনবিআর সংস্কারের নামে জারি করা একতরফা সিদ্ধান্ত ও কর্তৃপক্ষের আচরণের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন। তারা বলছেন, এনবিআরের চেয়ারম্যান অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।