
প্রতিবেদক: বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহার করে পাট ও কাপড়জাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক অজয় ভাদু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে স্থলপথে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
তবে এসব পণ্য ভারতের নভোসেবা বন্দর হয়ে আমদানির অনুমতি থাকবে। অর্থাৎ স্থলবন্দর বাদে সমুদ্রপথ ব্যবহার করে আমদানি সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এসব পণ্য ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে রপ্তানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।
ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের তৈরি পাট ও টেক্সটাইল শিল্প কিছুটা বাধার মুখে পড়তে পারে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান স্থলপথে পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল। একই সঙ্গে ভারতীয় আমদানিকারকেরাও সীমিত বিকল্পের মুখে পড়বে।