
প্রতিবেদক: দেশের গ্রাহকদের উন্নততর সেবা এবং কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে আজ থেকে টয়োটা টুসো করপোরেশন তাদের নতুন ব্যবসায়িক কার্যক্রম চালু করেছে। অটোমোবাইল খাতের দ্রুত পরিবর্তনশীলতার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বিক্রয়োত্তর সেবা, মেরামত এবং ওয়ারেন্টি–সংক্রান্ত যেকোনো বিষয়ে ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত দুটি ওয়ার্কশপে সেবা নিতে পারবেন গ্রাহকেরা।
ঢাকায় সেবা দেওয়া হবে ভাটারা এলাকায় অবস্থিত কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেডে (অ্যাপোলো হাসপাতালের পাশে)।
চট্টগ্রামে সেবা মিলবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কারবয় প্রাইভেট লিমিটেডে।
গ্রাহকেরা যেন দ্রুততম সময়ে এবং কোনো প্রকার জটিলতা ছাড়াই বিক্রয়োত্তর সেবা পেতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে টয়োটা টুসো করপোরেশন।
সেবাসংক্রান্ত যেকোনো তথ্য পেতে ভিজিট করা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট:
🌐 www.toyotacare-bd.com
এছাড়া যোগাযোগ করা যাবে কাস্টমার কেয়ার নম্বরে: ☎️ +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০