চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত, এনবিআরের শীর্ষ পর্যায়ে তদন্ত

In বন্দর
July 02, 2025

প্রতিবেদক: চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত করায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আইআরডির পক্ষ থেকে মঙ্গলবার (২ জুলাই) রাতে জারি করা আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে সই করেন আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

এ সিদ্ধান্তের পরপরই আজ বুধবার সকালে, চট্টগ্রাম কাস্টমস হাউসের নতুন কমিশনার হিসেবে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৮ ও ২৯ জুন রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শুল্ক ও কর কর্মকর্তা-কর্মচারীরা। এই কর্মসূচির আওতায় চট্টগ্রাম কাস্টমস হাউসও বন্ধ রাখা হয়, যার ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সরকারের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হয়।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, দপ্তর খোলা রাখার সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও মো. জাকির হোসেন তা অমান্য করে চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখেন। এতে বিপুল রাজস্ব ক্ষতির পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং তাঁকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম কাস্টমস হাউস হলো এনবিআরের সবচেয়ে বড় রাজস্ব আদায়ক কেন্দ্র। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা রাজস্ব এসেছে এই একটি দপ্তরের অধীনে।

এদিকে এনবিআরের ভেতরে চলমান সংস্কার আন্দোলন ও দুর্নীতি তদন্তের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাঁদের মধ্যে রয়েছেন এনবিআরের দুইজন সদস্য, পাশাপাশি সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

এই বরখাস্তের ঘটনা এবং চলমান তদন্ত প্রক্রিয়া এনবিআরের অভ্যন্তরে একটি বড় ধরনের প্রশাসনিক আলোড়নের ইঙ্গিত দিচ্ছে।