
প্রতিবেদক: সদ্য বিদায়ী ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে প্রতি মাসেই পণ্য রপ্তানি বেড়েছে। তবে জুন মাসে রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। গত জুনে পণ্য রপ্তানি কমেছে ৭ দশমিক ৫ শতাংশ, যার ফলে পুরো অর্থবছরের রপ্তানি প্রবৃদ্ধি এক অঙ্কেই সীমিত থেকেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বুধবার পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০২৪–২৫ অর্থবছরে মোট ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৩–২৪ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৪৪৭ কোটি ডলার।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে রপ্তানি হয়েছে ৩৩৪ কোটি ডলারের পণ্য, যেখানে গত বছরের জুনে রপ্তানি হয়েছিল ৩৬১ কোটি ডলারের। এতে দেখা যাচ্ছে, জুন মাসে রপ্তানি কমেছে প্রায় ২৭ কোটি ডলার বা ৭ দশমিক ৫ শতাংশ।
রপ্তানিকারকেরা বলছেন, জুনের রপ্তানি কমে যাওয়ার পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, মাসের শুরুতে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দ্বিতীয়ত, মাসের শেষ দিকে ২৬ ও ২৭ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা–কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি স্থগিত ছিল। এই দুটি কারণে জুন মাসে রপ্তানিতে এই বড় পতন ঘটেছে।