চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীর হাতে

In বন্দর
July 03, 2025

প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

এর আগে গত মঙ্গলবার অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরদিন বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

নৌপরিবহন উপদেষ্টা জানান, বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে—নির্ধারিত খরচের আওতায় বিধি মোতাবেক ছয় মাস বা তার বেশি সময়ের জন্য নৌবাহিনীর সঙ্গে টার্মিনাল পরিচালনার চুক্তি সম্পন্ন করতে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ এবং নৌবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।

উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় এই কনটেইনার টার্মিনালটি গত ১৭ বছর ধরে পরিচালনা করে আসছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। তাদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৬ জুলাই। এরপর ৭ জুলাই থেকে এনসিটির কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, টার্মিনালে দীর্ঘদিন ধরে কাজ করা কোম্পানিটি নৌবাহিনীকে সহযোগিতা করবে বলে জানিয়েছে। পরিচালনায় পরিবর্তন এলেও কারও চাকরি যাবে না এবং কাউকে বাদও দেওয়া হবে না।

এনসিটির কার্যক্রমে গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে জাহাজ থেকে কনটেইনার নামানো, রপ্তানি পণ্যের কনটেইনার তোলা, কনটেইনার সংরক্ষণ ও স্থানান্তরসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। পাঁচটি জেটি রয়েছে এই টার্মিনালে, যেখানে একসঙ্গে চারটি সমুদ্রগামী জাহাজ ও একটি অভ্যন্তরীণ জাহাজ ভিড়তে পারে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সময় নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু হয়। অন্তর্বর্তী সরকারের অধীন সেই প্রক্রিয়া বর্তমানে অগ্রগতিতে রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর মাসে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

এই প্রকল্পে বাংলাদেশ সরকারের পক্ষে ট্রানজেকশন অ্যাডভাইজার হিসেবে কাজ করছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। চূড়ান্ত চুক্তি কার্যকর হওয়ার আগপর্যন্ত এনসিটি পরিচালনার দায়িত্ব থাকবে বাংলাদেশ নৌবাহিনীর হাতে।