
প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বাণিজ্য আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটনে। বুধবার স্থানীয় সময় তিন দিনব্যাপী বৈঠকের প্রথম দিন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আলোচনায় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ৯টায়) দ্বিতীয় দিনের আলোচনা শুরু হবে।
প্রথম দিনের আলোচনায় বেশিরভাগ বিষয়ের ওপর যুক্তি-তর্কে দুই পক্ষই একমত হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তবে আলোচনায় শুল্ক ইস্যুতে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নিচ্ছেন। আলোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাণিজ্য আলোচনা চলাকালেই গত সোমবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। ১ আগস্ট থেকে বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে এপ্রিলেই পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়।
গণমাধ্যমের তথ্যমতে, বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইতোমধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। ভারতের সঙ্গেও আলোচনা প্রায় শেষ পর্যায়ে।
এই প্রেক্ষাপটে রপ্তানিকারকেরা উদ্বেগ প্রকাশ করে বলেন, তিন মাস পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তাঁদের আশঙ্কা, ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হলে তৈরি পোশাকসহ অনেক খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং বহু কারখানা টিকিয়ে রাখা কঠিন হবে। তাই আগামী তিন সপ্তাহের মধ্যে দর-কষাকষি সম্পন্ন করে সুরাহা চায় রপ্তানিখাত।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ফেসবুক স্ট্যাটাসে জানান, আলোচনার পরিধি ছিল বিস্তৃত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, বাণিজ্য, জ্বালানি, মেধাস্বত্বসহ বিভিন্ন খাতের প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধিদল তাঁদের প্রশ্নের উত্তর দিয়েছে। আগামীকাল বাণিজ্য উপদেষ্টার মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে।
এর আগে গত মঙ্গলবার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি কমাতে বাংলাদেশ গম, সয়াবিন, বোয়িং বিমানসহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া খাদ্যশস্য আমদানিতেও যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হবে। এসব বিষয়ে ছাড় দেওয়া বা গ্রহণে সরকারের কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।