
প্রতিবেদক:ডলারের বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (গতকাল) এই লেনদেন সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র।
সম্প্রতি দেশে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়লেও ডলারের চাহিদা কিছুটা কমেছে। ফলে গত এক সপ্তাহ ধরে ডলারের বিপরীতে টাকার মান শক্তিশালী হচ্ছে। এই প্রেক্ষাপটে ডলারের দর যাতে অতিমাত্রায় না কমে, তা নিয়ন্ত্রণে আনতেই এ পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। নিলামের মাধ্যমে প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা দরে কেনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “টাকার বিপরীতে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে আমরা নিলামের মাধ্যমে ব্যাংক থেকে ডলার কিনেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে একই প্রক্রিয়ায় ডলার বিক্রিও করা হবে।”
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি জুলাইয়ের ২ তারিখে ডলারের দাম ১২২ দশমিক ৮৫ টাকায় পৌঁছেছিল। তবে এরপর থেকে টানা চার কার্যদিবস ধরে ডলারের দরপতন চলছে।
আজ সোমবার দেশের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে সর্বোচ্চ ডলার বিক্রি হয়েছে ১২০ দশমিক ১০ টাকায়, আর সর্বনিম্ন ১১৯ দশমিক ৫০ টাকায়। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১১৯ দশমিক ৭২ টাকা।