
প্রতিবেদক: সোমবার আবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিটকয়েন। দিনটি শেষে এর দাম দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৫৩১ মার্কিন ডলার, যা ইতিহাসে প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। যদিও আজ মঙ্গলবার সকালে এর মূল্য কিছুটা কমেছে। কয়েক মাস ধরেই ক্রিপ্টোকারেন্সিটির দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
গত এক সপ্তাহে বিটকয়েনের দাম বেড়েছে ১০ শতাংশের বেশি। এক মাসে বেড়েছে প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ, ছয় মাসে ২৮ দশমিক ৮৫ শতাংশ এবং এক বছরে ১০৬ শতাংশ—অর্থাৎ দ্বিগুণ। গত পাঁচ বছরে এর দাম বেড়েছে ১ হাজার ৬৯০ শতাংশ। মূল্যবৃদ্ধির ফলে সোমবার বিটকয়েনের বাজারমূলধন দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার কোটি ডলার, যা একে বিশ্বের পঞ্চম মূল্যবান সম্পদে পরিণত করেছে। এই অবস্থানে বিটকয়েন অ্যামাজন ও গুগলের মতো জায়ান্ট প্রতিষ্ঠানকেও পেছনে ফেলেছে।
বিটকয়েনের দামের পাশাপাশি লেনদেনও বেড়েছে। সোমবার দিনভর লেনদেন বেড়েছে ৩৩ দশমিক ১২ শতাংশ। শুধু বিটকয়েন নয়, অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে। দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দাম ওই দিন ৩ দশমিক ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫ মার্কিন ডলারে।
বিশ্লেষকেরা বলছেন, বিটকয়েনের এই মূল্যবৃদ্ধির মূল কারণ প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্রমবর্ধমান কেনাবেচা। বড় বিনিয়োগকারী সংস্থাগুলো এক্সচেঞ্জ থেকে বিপুল পরিমাণ বিটকয়েন তুলে নিচ্ছে, যার ফলে বাজারে সরবরাহ কমে গেছে এবং দামের ওপর চাপ বেড়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর গত মার্চে এক নির্বাহী আদেশে ‘ক্রিপ্টোকারেন্সির কৌশলগত রিজার্ভ’ গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ক্রিপ্টোবান্ধব কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। উদাহরণস্বরূপ, এসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পল অ্যাটকিনস এবং হোয়াইট হাউসে যুক্ত হয়েছেন এআই ও প্রযুক্তি খাতের প্রভাবশালী মুখ ডেভিড স্যাক্স।
ট্রাম্প পরিবারের ব্যবসায়িক গ্রুপ ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি’ও এখন ক্রিপ্টো খাতে প্রবেশ করছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে, যেখানে তারা বিটকয়েনসহ একাধিক ডিজিটাল টোকেনে বিনিয়োগের জন্য একটি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর পরিকল্পনার কথা জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাময়িক এই উচ্চমূল্য ধরে রাখতে বিটকয়েন আপাতত স্থিতিশীল থাকতে পারে। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বর্তমানে বিনিয়োগকারীরা বড় কোনো ঝুঁকি নিচ্ছেন না। সেই সঙ্গে অনিশ্চয়তা সূচকগুলো স্থির রয়েছে এবং ডলারের অবস্থানও শক্তিশালী। এসব মিলিয়ে অনুমান করা হচ্ছে, বিটকয়েনের দাম কিছুদিন ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ডলারের মধ্যেই স্থির থাকবে। এরপর ফের বড় উত্থান দেখা যেতে পারে।