ডলারের দাম আবার বাড়ল, বাজারে নিলামে কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক: টানা চার দিন কমার পর আজ মঙ্গলবার দেশের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম আবার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলারের সর্বোচ্চ দর দাঁড়িয়েছে ১২১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দর ১২০ টাকা ৮০ পয়সা। গড় বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১২১ টাকা ১১ পয়সা, যা গতকালের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেশি।

চলতি মাসে সোমবার পর্যন্ত ডলারের দাম ধারাবাহিকভাবে কমছিল। এর পেছনে প্রধান কারণ ছিল রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির ফলে বাজারে ডলারের সরবরাহ বাড়া এবং আমদানি ও এলসি (ঋণপত্র) খোলার হার কমে যাওয়া। এর ফলে ব্যাংকগুলোর ডলারের চাহিদা কমে যায়। অনেক ব্যাংক তাদের হাতে থাকা ডলার বিক্রি করতেও আগ্রহী হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে ডলারের দর হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হলে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো উল্টো পথে হেঁটে নিলামের মাধ্যমে বাজার থেকে ডলার কিনতে শুরু করে। গত রোববার কেন্দ্রীয় ব্যাংক ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এই হস্তক্ষেপের ফলেই আজ ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে।

যদিও আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম কিছুটা কমলেও খোলাবাজারে (হুন্ডি বা মানি এক্সচেঞ্জ) তেমন কোনো পরিবর্তন হয়নি। সেখানে ডলার পূর্বের দামে বিক্রি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডলারের উচ্চ দর বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতির একটি বড় কারণ। ডলারের দাম কমা মূল্যস্ফীতির লাগাম টানতে সহায়ক হতে পারে। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্যও হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে বাংলাদেশ ব্যাংক এখন মূল্যস্ফীতির চেয়ে ডলারের দরের স্থিতিশীলতাকেই প্রাধান্য দিচ্ছে।

মোট而言, দেশে প্রবাসী আয় ও রপ্তানি বাড়লেও আমদানি স্থবির হওয়ায় ডলারের সরবরাহ বেড়েছে এবং চাহিদা কমেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে দাম ধরে রাখার কৌশল নিয়েছে যাতে বাজারে ভারসাম্য বজায় থাকে।