
প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ব্যাংকটির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তাঁর স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলকারনাইন টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমির ব্যাংক হিসাব তলব করে। এই ঘটনার কিছুদিন পরই তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে।
পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ দেখালেও ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে চায় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া, ব্যাংক-সংশ্লিষ্ট একটি শক্তিশালী পক্ষও তাদের মনোনীত একজনকে চেয়ারম্যান করার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এই প্রেক্ষাপটেই তাঁর ও পরিবারের ব্যাংক হিসাব তলব এবং শেষ পর্যন্ত পদত্যাগ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। ওই পরিবর্তনের ধারাবাহিকতায় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনিই চেয়ারম্যানের দায়িত্ব নেন।