
প্রতিবেদক: চলতি বছরের প্রথমার্ধে ইউনাইটেড ফাইন্যান্স ৬ শতাংশ বেশি নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। সম্প্রতি কোম্পানির ২৩৪তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ সালের প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মুনাফা বৃদ্ধির মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স আর্থিক স্থিতিশীলতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ধারাবাহিকতা বজায় রেখেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল–জুন) সময়কালে কর-পরবর্তী মুনাফা প্রথম প্রান্তিকের তুলনায় ৩৬০ শতাংশ বেড়েছে। এছাড়া, বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ পয়সা। ২০২৫ সালের জুন শেষে ইউনাইটেড ফাইন্যান্সের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৩ কোটি টাকা। আগের বছর কোম্পানির খেলাপি ঋণের হার ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ।
এ বিষয়ে ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও প্রতিষ্ঠানটি শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও গভর্ন্যান্স বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছে। ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় পোর্টফোলিও কিছুটা সংকুচিত হলেও গত বছরের প্রথমার্ধ ও চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় বেশি মুনাফা অর্জন সম্ভব হয়েছে। নতুন কৌশল ও টেকসই দৃষ্টিভঙ্গির মাধ্যমে ২০২৫ সালে আরও ভালো ফলের প্রত্যাশা করছি।’
সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ফাইন্যান্সের চেয়ারম্যান নাজমুল হাসান। এ সময় পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ, মাহেনুর সুলতানা রশিদ, কায়েস খলিল খান, কুতুবউদ্দিন আকতার রশিদ ও খন্দকার জায়েদ আহসান উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জাহিদুর রহমান ও মাহফুজুল হক এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান, প্রধান আর্থিক কর্মকর্তা লিংকন মণ্ডল ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব লাবিবা মাহজাবিন সভায় অংশ নেন।