
প্রতিবেদক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক তথা এপ্রিল–জুন সময়ে ব্র্যাক ব্যাংকের মুনাফায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা।
শুধু প্রান্তিকেই নয়, বছরের প্রথম ছয় মাসেও ব্র্যাক ব্যাংকের আর্থিক অগ্রগতি দেখা গেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৫৬ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ২ টাকা ৬২ পয়সা। ব্যাংকটির বিনিয়োগ ও সুদ আয়ে ইতিবাচক প্রবণতার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানানো হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ হয়েছে ৪৪ টাকা ২৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩০ টাকা ৯৯ পয়সা। আমানত সংগ্রহ এবং ব্যাংকঋণ বৃদ্ধিই নগদ প্রবাহ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ঋণ বিতরণে কিছুটা ধীরগতি পরিলক্ষিত হয়েছে।
এ ছাড়া ৩০ জুন ২০২৫ তারিখে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য বেড়ে হয়েছে ৪২ টাকা ৬০ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা। নিট মুনাফা ও সরকারি সিকিউরিটিজের পুনর্মূল্যায়নের ফলেই এই বৃদ্ধি হয়েছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
২০২৪ সালের জন্য ব্যাংকটির শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, যার অর্ধেক (১২.৫%) নগদ এবং বাকি অর্ধেক (১২.৫%) স্টক লভ্যাংশ।
পুরো বছরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক একক ও সমন্বিতভাবে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। সমন্বিতভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩২ কোটি টাকা, যা ২০২৩ সালে ছিল ৮২৮ কোটি টাকা—অর্থাৎ প্রবৃদ্ধির হার প্রায় ৭৩ শতাংশ। এককভাবে এই মুনাফা ২০২৪ সালে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ কোটি টাকা, যা আগের বছরের ৭৩০ কোটি টাকার তুলনায় ৬৬ শতাংশ বেশি।
এই আর্থিক অর্জন ব্র্যাক ব্যাংকের সুনির্দিষ্ট পরিচালন কৌশল এবং মুনাফামুখী কার্যক্রমের সফল প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।