তুলা আমদানিতে মিলতে পারে শুল্ক ছাড়, বলছে বিজিএমইএ

প্রতিবেদক: বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্কহার দাঁড়াবে প্রায় ৩৬.৫ শতাংশ। এর মধ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক এবং ১৬.৫ শতাংশ বিদ্যমান শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। আজ শনিবার (২ আগস্ট) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।

বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোশাক রপ্তানিতে এই উচ্চ শুল্কহার বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। তবে তিনি আশার আলো দেখান, যদি পোশাক উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, তাহলে শুল্কহার কমার সুযোগ রয়েছে।

উদাহরণ হিসেবে মাহমুদ হাসান খান বলেন, যদি রপ্তানিকৃত পোশাকে ব্যবহৃত তুলার ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানির সময় তুলার মূল্যের ভিত্তিতে শুল্ক রেয়াত পাওয়া যেতে পারে। বর্তমানে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পোশাকের প্রায় ৭৫ শতাংশই তুলা-নির্ভর হওয়ায় এই সুযোগ কাজে লাগানো যেতে পারে বলে তিনি মত দেন।