অনিয়মের অভিযোগে ‘বিনিময়’ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক: অনিয়ম ও চুক্তি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ বাতিল করেছে। ২০২২ সালের নভেম্বরে সরকার ও আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) প্রায় ৬৫ কোটি টাকা খরচে এই প্ল্যাটফর্ম চালু করেছিল, যার লক্ষ্য ছিল নগদ লেনদেন কমানো। তবে শুরু থেকেই ‘বিনিময়’-এর বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ‘বিনিময়’ চালু করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে অনেক ধরনের চাপ ও জোরাজুরি ছিল। এছাড়া, চুক্তিতে সই করার আগে শর্তাবলী পর্যাপ্ত যাচাই-বাছাই হয়নি এবং শুরু থেকেই অনিয়ম ছিল।

বাংলাদেশ ব্যাংক বলছে, গত সাত-আট মাস ধরে ‘বিনিময়’ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিশ্রুত অর্থ ফি প্ল্যাটফর্ম থেকে মেলেনি। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক আইনজীবীর পরামর্শে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের সেবা বাতিল করেছে। ২০১৯ সালে সই হওয়া চুক্তিতে সরকারি খরচে ব্যাংক প্ল্যাটফর্ম পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা আর হয় নি।

বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক গেটস ফাউন্ডেশনের সহায়তায় যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেন সোর্স প্রতিষ্ঠান মোজালুপের সঙ্গে অংশীদারিত্বে নতুন, আরও আধুনিক ও আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে, যা চলতি বছরের মধ্যে চালু হবে বলে আশা প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, ‘বিনিময়’ তৈরি হয়েছিল ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) মডেলের অনুকরণে, তবে ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় ফিচারের অভাব, সীমিত প্রচারণা এবং ব্যাংকগুলোর কম সক্রিয় অংশগ্রহণের কারণে এটি জনপ্রিয়তা পায়নি। বাতিলের আগ পর্যন্ত এই প্ল্যাটফর্মে আটটি ব্যাংক, তিনটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার এবং দুইটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) যুক্ত ছিল।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দেশের ডিজিটাল লেনদেন বৃদ্ধির জন্য কার্যকর, ব্যবহার উপযোগী এবং আন্তঃপরিচালনযোগ্য প্ল্যাটফর্মের প্রয়োজন। যদি সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে এমন প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তবে তা ডিজিটাল লেনদেনকে ব্যাপকভাবে বাড়িয়ে দেবে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে।