
প্রতিবেদক: বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) বলেছে, এক মাসেরও কম সময়ে ১৮০টি দেশের ২৭২টি প্রতিষ্ঠান দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ জুলাই বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা দেওয়ার পর থেকে এই বিনিয়োগ আগ্রহ বাড়ছে। বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, এসব বিনিয়োগ প্রস্তাবের মধ্যে রয়েছে ৮৮টি পূর্ণাঙ্গ প্রস্তাব, ৫২টি প্রাথমিক প্রস্তাব এবং ১৩২টি জিজ্ঞাসা বা প্রাথমিক অনুসন্ধান। প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য।
চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রপ্তানি আয়ের নতুন দ্বার খুলবে। তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদানে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারকে আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নীতিগত সংস্কার চালিয়ে যাচ্ছে। বিডা আশা করছে, চলমান প্রক্রিয়া অব্যাহত থাকলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নতুন রেকর্ড ছুঁতে পারবে।