সিটি গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ফজলুর রহমানের রহিমা ফুডের শেয়ার উত্তরাধিকারিদের মধ্যে হস্তান্তর

In শেয়ার বাজার
August 23, 2025

প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ফজলুর রহমানের হাতে থাকা রহিমা ফুডের প্রায় ২৬ কোটি টাকার শেয়ার তাঁর স্ত্রী ও সন্তানদের মধ্যে আইন অনুযায়ী বণ্টন করা হয়েছে। কোম্পানিটি শেয়ারধারীদের এ তথ্য জানিয়েছে এবং ডিএসইর ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ফজলুর রহমানের হাতে ছিল ১৬ লাখ ৩০ হাজার ৫২টি রহিমা ফুডের শেয়ার। গতকাল প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ১৬২ টাকা। এই হিসাবে শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় ২৬ কোটি ৩৪ লাখ টাকার বেশি।

উত্তরাধিকারীদের মধ্যে শেয়ার হস্তান্তরের বণ্টন অনুযায়ী, ফজলুর রহমানের ছেলে মো. হাসান পেয়েছেন ৫ লাখ ৭০ হাজারের বেশি শেয়ার। তিন মেয়ে পেয়েছেন ২ লাখ ৮৫ হাজার ২৫৯টি করে শেয়ার। স্ত্রী হামিদা রহমান পেয়েছেন প্রায় ২ লাখ ৪ হাজার শেয়ার। কোম্পানিটির পর্ষদেও রয়েছেন ফজলুর রহমানের স্ত্রী ও সন্তানরা—হামিদা রহমান, মো. হাসান, শম্পা রহমান ও ফারজানা রহমান।

রহিমা ফুডের ইতিহাস অনুযায়ী, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই ভোজ্যতেল উৎপাদনকারী কোম্পানিটি এক সময়ে দুর্বল অবস্থার কারণে শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত হয়েছিল। ২০১৭ সালে সিটি গ্রুপ কোম্পানিটির উদ্যোক্তাদের কাছ থেকে শেয়ার কিনে পুনরায় সচল করে। এরপর নারকেল তেলের উৎপাদন শুরু হয়। ২০২০ সালে কোম্পানিটিকে আবারও শেয়ারবাজারে তালিকাভুক্ত করা হয়।

উত্তরাধিকারী হস্তান্তরের দিনে, ঢাকার বাজারে রহিমা ফুডের শেয়ারের দাম বেড়ে ১৬২ টাকা পৌঁছায়, যা প্রায় ৭ শতাংশ বৃদ্ধি। দিন শেষে হাতবদল হয়েছে ৫ লাখ ৮২ হাজার শেয়ার, যার বাজারমূল্য ছিল ৯ কোটি ২০ লাখ টাকার বেশি।

বর্তমানে রহিমা ফুড শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ শ্রেণির কোম্পানি। সর্বশেষ আর্থিক বছরের জন্য শেয়ারধারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছে। জুলাই ২০২৩ পর্যন্ত কোম্পানির ২০ কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে প্রায় ৫৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে, ৩৭.৫ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে এবং বাকি শেয়ার প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের।