বাজারে সবজির দাম ১০০ টাকার ঘরছাড়া, নিম্ন-মধ্যবিত্তের হিমশিম

প্রতিবেদক: বেশ কিছুদিন ধরে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া অন্যান্য সবজির দাম কমপক্ষে ৮০ টাকা থেকে শুরু হচ্ছে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এমনকি কিছু সবজির দাম ১০০ টাকারও বেশি।

বাজারের এই পরিস্থিতিতে নিত্যপণ্য ক্রয় করতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা বিপাকে পড়েছেন। বিক্রেতাদের মতে, টানা কয়েকদিন ধরে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে, যার কারণে কৃষকরা সবজি তুলতে পারছেন না। সরবরাহ কমে যাওয়ায় বাজারে দামের ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম নিম্নরূপ: প্রতি কেজি করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা। এছাড়া প্রতি কেজি ধুন্দল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বেগুন (গোল) ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, বেগুন (লম্বা) ৮০ টাকা, কঁচু ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৭০ টাকা।

ক্রেতারা জানাচ্ছেন, বাজারে নিত্যপণ্যের দাম ক্রমেই বাড়ছে। ৮০ টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। সীমিত আয়ের মানুষদের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তাই অনেকেই আগে যেভাবে সবজি কিনতেন তা কমিয়ে দিয়েছেন।

সবজির পাশাপাশি ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে একজন ক্রেতাকে ডজন ডিম কিনতে ১৫০ থেকে ১৫৫ টাকা খরচ করতে হচ্ছে। একমাস আগে এই দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা এবং আগে ১৪০ টাকা ডজন। শুধু ডিম নয়, ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বাজারে ১৭০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগির দাম কেজিতে ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত।