
প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ারবাজার প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রাজধানীর পল্টনে পুঁজিবাজার–সংক্রান্ত সাংবাদিক সংগঠন সিএমজেএফ কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারক চক্র বিনিয়োগকারীদের অস্বাভাবিক মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করছে। এই ধরনের মুনাফার নিশ্চয়তা শেয়ারবাজারে দেয়া সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদিত স্টক ব্রোকার ও ডিলারদের বাইরে শেয়ার লেনদেন আইনগতভাবে বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হয়। প্রতারণা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
আসাদুর রহমান বলেন, দীর্ঘদিন পর শেয়ারবাজারে গতি ফিরছে। এর সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে। তিনি বিনিয়োগকারীদের সতর্ক করে বলেন, এই ধরনের প্রতারকের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবেন না। বিনিয়োগকারীদের সচেতনতা ছাড়া এই ধরনের প্রতারণা তাৎক্ষণিকভাবে রোধ করা কঠিন। তবে ডিএসই যেকোনো অনিয়ম জানার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।