ডিএসইর নাম ও লোগো ব্যবহার করে অনলাইন শেয়ার প্রতারণা, ভুক্তভোগীদের লাখ লাখ টাকা হাতানো হচ্ছে

In শেয়ার বাজার
August 27, 2025

প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নাম ও লোগো ব্যবহার করে অনলাইনে শেয়ার প্রতারণা বেড়ে গেছে। প্রতারণা চক্র হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই কয়েকটি চক্রকে নজরে রেখেছে এবং শিগগিরই আইনের আওতায় আনা হবে।

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান রাজধানীর পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ডিএসই বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ নিজে শেয়ারবাজারে বিনিয়োগ করে না এবং কোনো কর্মকর্তার শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ নেই। প্রতারক চক্র এ সুযোগের প্রলোভন দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামান্য মুনাফা দেখিয়ে ভুক্তভোগীদের আস্থা অর্জন করে, পরে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করে এবং অতিরিক্ত অর্থ নেওয়ার পর তাদের ব্লক করে দেয়।

প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য দেখানোর জন্য ডিএসইর নাম, লোগো ও ঠিকানা ব্যবহার করছে। অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং গোয়েন্দা বাহিনীকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ, বগুড়া ও শেরপুরে কয়েকটি চক্র শনাক্ত করা হয়েছে।

ডিএসইর এমডি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের একমাত্র বৈধ পথ হলো অনুমোদিত স্টক ব্রোকারদের মাধ্যমে। ডিএসই ও সিএসই ওয়েবসাইটে অনুমোদিত ব্রোকারদের তালিকা রয়েছে। অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ করলে তা অবৈধ প্রতারণার ঝুঁকির মধ্যে পড়বে।

বাজার সংক্ষেপে দেখা যায়, লেনদেন ঊর্ধ্বমুখী শুরু হলেও দিনের শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। ১৩৭টির দর বেড়েছে, ২১৫টির দর কমেছে। অধিকাংশ খাতের শেয়ারদর কমলেও জ্বালানি, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারের দর বেড়েছে। ডিএসইএক্স সূচক ছয় পয়েন্ট হারিয়ে ৫,৪৪৮ পয়েন্টে নেমেছে। এদিন ডিএসইতে এক হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।