
প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে ১ হাজার ১৬ কোটি টাকায় সাড়ে ২১ তলাবিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংক বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
ব্যাংকটির ঘোষণা অনুযায়ী, গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় ভবনটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর, কারণ নিয়ম অনুযায়ী এ ধরনের বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন আবশ্যক।
ভবনটির মোট আয়তন ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট মেঝে এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেজমেন্ট রয়েছে। জানা গেছে, এই ভবনেই ব্যাংকটির করপোরেট কার্যালয় বা প্রধান কার্যালয় স্থাপন করা হবে। বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয় ভাড়ায় এই ভবনেই পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ভাড়ায় থাকা ভবনটি কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
বুধবার ডিএসইতে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৪১ টাকা ৫০ পয়সা। এদিন প্রতিটি শেয়ারের দাম ৪০ পয়সা বা প্রায় ১ শতাংশ কমেছে।
২০২৪ সালে ব্যাংকটি ৪৭৩ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৩২৯ কোটি টাকা বা ৪১ শতাংশ কম। ২০২৩ সালে ব্যাংকটির মুনাফা ছিল ৮০২ কোটি টাকা। গত বছরের জন্য ব্যাংকটি শেয়ারধারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে—এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ইতোমধ্যেই শেয়ারধারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে ভাড়া, কর, বিমা ও বিদ্যুৎ বাবদ খরচ হয়েছে প্রায় ২৪৫ কোটি টাকা। ২০২৩ সালে এই খরচ ছিল ২৩৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে খরচ বেড়েছে প্রায় ৯ কোটি টাকা। এর বড় অংশই প্রধান কার্যালয়সহ দেশজুড়ে শাখা ও উপশাখার ভাড়া বাবদ ব্যয়।
২০২৪ সালের শেষে ব্যাংকটির আমানত দাঁড়ায় ৫২ হাজার ১৮৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৪ হাজার ৯২৮ কোটি টাকা বেশি। একই সময়ে ঋণের পরিমাণ দাঁড়ায় ৪২ হাজার ৮৬৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় বেড়েছে ১ হাজার ৬৬২ কোটি টাকা।