
প্রতিবেদক: আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি দেশের কিছু গণমাধ্যমে এস. আলম গ্রুপ সংক্রান্ত ভয়াবহ, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে পটপরিবর্তনের প্রেক্ষাপটে এসব মিডিয়া প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রুপের কার্যক্রমকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষত, চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বা গ্রুপের অন্য কোনো সদস্যের দিল্লি সফরের মিথ্যা সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা আমরা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এস. আলম গ্রুপ জন্মলগ্ন থেকেই দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। গ্রুপের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এবং অতীতেও ছিল না। বাংলাদেশের অর্থনীতির সচলতা, খাদ্যদ্রব্য সংকট মোকাবিলা, মহামারি ও বৈশ্বিক চ্যালেঞ্জে সহায়তা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গ্রুপের অবদান অগ্রণী।
ছাত্র জনতার অভ্যুত্থানের পরপরই গ্রুপকে মিথ্যা অভিযোগের মাধ্যমে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তবে প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা ধৈর্য ও দেশপ্রেমের সঙ্গে দেশের এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিছু মিডিয়া অতীতের রেকর্ড ভঙ্গ করে গ্রুপকে দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত করার মিথ্যা অভিযোগ তুলেছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।
আমরা দেশের জনগণকে অনুরোধ করছি, এ ধরনের গুজব ও মিথ্যা তথ্যের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকুন। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের জনগণ এ ধরনের মিথ্যা গল্প প্রত্যাখ্যান করবেন। এছাড়াও, অবাধ ও সুষ্ঠ নির্বাচন এবং দেশের সমৃদ্ধি কোনো ষড়যন্ত্রের দ্বারা থামানো সম্ভব নয়।
সর্বশেষে, আমরা সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি—সত্য-মিথ্যা যাচাই না করে প্রতিবেদন প্রকাশ বা বক্তব্য প্রদানে থেকে বিরত থাকুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।