
প্রতিবেদক: প্রযুক্তিনির্ভর নতুন ও উদ্ভাবনী উদ্যোগ বা স্টার্টআপ প্রতিষ্ঠানকে অর্থায়নের জন্য ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এই কোম্পানির ভেঞ্চার তহবিল থেকে অভিনব ও বৈচিত্র্যপূর্ণ উদ্যোগে সরাসরি মূলধন বিনিয়োগ করা হবে, যাতে এসব উদ্যোগ সফলভাবে বেড়ে উঠতে পারে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, এই প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো মিলিয়ে ৬৫০ কোটি টাকা মূলধন জোগান দেবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক দেবে ৫০০ কোটি টাকা, আর ব্যাংকগুলো তাদের মুনাফার ১ শতাংশ থেকে একটি বিশেষ তহবিল গঠন করে বিনিয়োগ করবে।
ইতিমধ্যে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আজকের সভায় বেশিরভাগ ব্যাংক মত দিয়েছে, আগামী তিন থেকে চার মাসের মধ্যে কোম্পানি গঠন করে কার্যক্রম শুরু করা সম্ভব।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন,আমরা স্টার্টআপ প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার চেষ্টা করেছি, তবে সেটা খুব বেশি সফল হয়নি। ব্যাংক থেকে ঋণ দিতে গেলে অভিজ্ঞতা ও জামানতের প্রয়োজন হয়, এ কারণে অনেক উদ্যোক্তা ঋণ পান না। তাই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করা হচ্ছে।”
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর সম্মিলিত মূলধনেই এই প্রতিষ্ঠান গড়ে উঠবে। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি চারটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে থাকবেন। কোম্পানির কার্যালয় হবে বাংলাদেশ ব্যাংক ভবনে।
এই ভেঞ্চার ক্যাপিটাল থেকে ঋণ দেওয়া হবে না, বরং উদ্যোক্তাদের প্রকল্পে মূলধন হিসেবে বিনিয়োগ করা হবে। উদ্যোগ সফল ও মুনাফাজনক হলে নির্দিষ্ট সময়ে সেই প্রকল্প থেকে বেরিয়ে আসবে ভেঞ্চার ক্যাপিটাল, যা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি।
ভবিষ্যতে কৃষি, প্রযুক্তি ও উদ্ভাবনী ব্যবসায় উদ্যোগগুলোতে এই তহবিল থেকে বিনিয়োগ করা হবে। কোম্পানির কার্যক্রম পরিচালনায় একটি বিনিয়োগ কমিটি ও একটি উপদেষ্টা কমিটি থাকবে। এতে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন থেকে চার মাসের মধ্যেই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন হয়ে যাবে এবং উদ্যোক্তারা এ প্রতিষ্ঠান থেকে মূলধন বিনিয়োগ পাওয়ার সুযোগ পাবেন।