
প্রতিবেদক: বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (BTTC) আজ বৃহস্পতিবার বাণিজ্য সচিবকে চিঠি দিয়ে সুপারিশ করেছে যে, এক ডজন ডিমের দাম ১৫০ টাকা ছাড়ালে আমদানি করা যাবে এবং শুল্ক–কর ছাড় দেওয়া হবে। বাজারে বর্তমানে ডজনপ্রতি ডিমের দাম প্রায় ১৪০ টাকার আশপাশে ঘুরছে। উল্লেখ্য, কিছুদিন আগে দাম ১৫০ টাকা অতিক্রম করেছিল।
শুধু ডিম নয়, পেঁয়াজের ক্ষেত্রেও সুপারিশ এসেছে। ট্যারিফ কমিশন বলেছে, কেজিপ্রতি ৯০ টাকার বেশি হলে আমদানির অনুমতি ও শুল্ক–কর ছাড় দেওয়া হবে। বর্তমানে রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০–৮০ টাকা। স্থানীয়ভাবে ২০২৪–২৫ অর্থবছরে পেঁয়াজের উৎপাদন হয়েছে প্রায় ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন। আমদানি উন্মুক্ত রাখার ফলে পেঁয়াজের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রয়েছে।
কাঁচা মরিচের বাজারও কিছুটা অস্থির। বর্তমানে এক কেজি কাঁচা মরিচের দাম ২২০–২৬০ টাকার মধ্যে। বাজার স্থিতিশীল রাখতে ট্যারিফ কমিশন সুপারিশ করেছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার। এছাড়া কাঁচা মরিচ আমদানিতে শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময়মূল্য শুল্কায়ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। সংস্থাটিকে সবজির উৎপাদন মূল্য থেকে খুচরা মূল্য পর্যন্ত সরবরাহ শৃঙ্খল তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে, ডিম, পেঁয়াজ ও মরিচের বাজার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আমদানিতে শুল্ক–কর ছাড়ের মাধ্যমে ভোক্তাদের জন্য মূল্য স্থিতিশীল রাখতে ট্যারিফ কমিশন কার্যকর পদক্ষেপের সুপারিশ করেছে।