চট্টগ্রাম ইপিজেডে ব্লুটুথ ও হেডফোন কারখানা স্থাপন করছে চীনা

প্রতিবেদক: চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ব্লুটুথ হেডফোন, তারযুক্ত হেডফোন ও ডেটা কেব্‌ল তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি সই করেছে।

বৃহস্পতিবার বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিরেকশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক (লি ফানফান) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য আবদুল্লাহ আল মামুন ও আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, এ এস এম আনোয়ার পারভেজ, মো. খুরশিদ আলম এবং ডিরেকশন টেকনোলজির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেপজার বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রকল্পে ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এর ফলে ৪৭৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারযুক্ত ও ব্লুটুথ হেডফোন এবং ডেটা কেব্‌ল তৈরির এই উদ্যোগ বাংলাদেশের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করবে এবং ইলেকট্রনিকস শিল্পকে শক্তিশালী করবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাকশিল্পের জন্য পরিচিত হলেও বেপজা রপ্তানি পণ্যের বহুমুখীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, নতুন এই বিনিয়োগ ইলেকট্রনিকস খাতে নতুন মাত্রা যোগ করেছে, যা বৈচিত্র্যময় শিল্পের প্রতি বেপজার আগ্রহের প্রতিফলন। তিনি প্রতিষ্ঠানটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং উৎপাদন প্রক্রিয়ায় শতভাগ কমপ্লায়েন্স মেনে চলার আহ্বান জানান।