
প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫, যাতে অংশ নিচ্ছে সার্কভুক্ত দেশগুলো। বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মেলায় প্রদর্শিত হবে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্সসহ নানা ধরনের পণ্য।
সংবাদে জানানো হয়, মেলা ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলাটি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে আয়োজন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন।
দক্ষিণ এশিয়ার শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি অংশগ্রহণকারীরা বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশন এবং বিষয়ভিত্তিক আলোচনা অধিবেশনে যোগদানের সুযোগ পাবেন।