
প্রতিবেদক: হাতে হঠাৎ যদি ২–৩ লাখ টাকা জমে যায়, তখন সেটি কোথায় রাখা উচিত—এ নিয়ে অনেকের মধ্যেই সংশয় থাকে। অনেকে সঞ্চয়পত্র কেনার দিকে ঝোঁকেন, আবার কেউ কেউ ভাবেন এফডিআর (স্থায়ী আমানত) করাই ভালো। তবে অর্থবিশেষজ্ঞদের মতে, বিনিয়োগের টাকা দুই জায়গায় ভাগ করে রাখা সবচেয়ে নিরাপদ ও লাভজনক। এতে ঝুঁকি কম থাকে এবং রিটার্নও নিশ্চিত হয়।
মধ্যবিত্তের কাছে সঞ্চয়পত্র বরাবরই জনপ্রিয়। কারণ এতে সরকারি গ্যারান্টি থাকে এবং ব্যাংক খাতের নানা অনিয়ম সত্ত্বেও এটি এখনো একটি নিরাপদ আর্থিক পণ্য হিসেবে স্বীকৃত। বর্তমানে সঞ্চয়পত্রে গড়ে ১২ শতাংশের মতো মুনাফা পাওয়া যায়। কর রেয়াত সুবিধা, দীর্ঘমেয়াদে স্থিতিশীল রিটার্ন এবং প্রয়োজনে ভাঙানোর সুযোগও আছে। তবে এর সীমাবদ্ধতাও রয়েছে। নির্দিষ্ট অঙ্কের বেশি সঞ্চয়পত্র কেনা যায় না, মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙালে লাভ কমে যায় এবং মুনাফা থেকে উৎসে কর কেটে নেওয়া হয়।
অন্যদিকে এফডিআর করতে হয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে। এতে বিনিয়োগকারীরা মেয়াদ নিজের মতো বেছে নিতে পারেন—৩ মাস থেকে ৫ বছর পর্যন্ত। এফডিআরের বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা আছে, আবার কিছু ব্যাংক মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে সুদ দেয়, যা নিয়মিত আয়ের উৎস হতে পারে। প্রয়োজনে তুলনামূলকভাবে সহজে ভাঙানোও যায়। তবে এফডিআরের সুদের হার সাধারণত সঞ্চয়পত্রের চেয়ে কম, যা ৬ থেকে ৯ শতাংশের মধ্যে সীমিত থাকে। পাশাপাশি ব্যাংকের স্থিতিশীলতার ওপর নির্ভর করে এফডিআরের নিরাপত্তা।
অর্থবিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ পাওয়া অর্থ পুরোটা এক জায়গায় না রেখে সঞ্চয়পত্র ও এফডিআর উভয় মাধ্যমেই ভাগ করে বিনিয়োগ করা উচিত। এতে যেমন ঝুঁকি কমবে, তেমনি আয়ও হবে স্থিতিশীল।