এক সপ্তাহে ভরিপ্রতি সোনার দাম বেড়ে গেল ৩ হাজার ৬৭৫ টাকা

প্রতিবেদক: সাত দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও রেকর্ড পরিমাণ সোনার দাম বাড়ছে। ভরিপ্রতি একলাফে বাড়ছে ৩ হাজার ৬৭৫ টাকা। আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার রাতে বাজুস সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয়। সংগঠনটির ভাষ্য, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় আনা হয়েছে। তবে আসল কারণ হলো আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি। যেহেতু বৈধপথে সেভাবে সোনা আমদানি হয় না, তাই বাজুস আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারের বিষয়টি কম গুরুত্ব দিয়ে উল্লেখ করে থাকে।

বুধবার থেকে ২২ ক্যারেট সোনার ভরি কিনতে খরচ হবে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা।

২১ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ২ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা।সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা।

মঙ্গলবার পর্যন্ত দাম ছিল—২২ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ কাল থেকে যথাক্রমে ৩ হাজার ৬৭৫, ৩ হাজার ৪৯৯, ২ হাজার ৯৯৮ এবং ২ হাজার ৫৫৫ টাকা করে বাড়বে।

চলতি মাসেই পাঁচ দফা বেড়ে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। নতুন দামে তা ছাড়িয়ে সোনার বাজার আবারও রেকর্ড গড়বে।

বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও অনিশ্চয়তা সোনার দামে সরাসরি প্রভাব ফেলে। কারণ, সংকটের সময় দেশগুলো সোনায় বিনিয়োগ বাড়ায়। ২০২০ সালের আগস্টে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ২ হাজার ৭০ ডলার ছাড়িয়েছিল।

এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। তখন সোনার দাম হু হু করে বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার হয়েছিল।

বর্তমানে ভূরাজনৈতিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানো এবং বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে বিশ্ববাজারে আবারও দাম বাড়ছে। মঙ্গলবার এক পর্যায়ে স্পট মার্কেটে আউন্সপ্রতি সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৬৭৯ ডলারে, যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়।