২ হাজার ২০০ কোটি বরাদ্দ, দুই মাসে এক টাকাও খরচ হয়নি

প্রতিবেদক: চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ভরাডুবি হয়েছে। ৫টি মন্ত্রণালয় ও বিভাগের ৩২টি প্রকল্পে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) এক টাকাও খরচ হয়নি। ফলে এই পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্প বাস্তবায়ন হার শূন্য।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, যেসব মন্ত্রণালয় ও বিভাগ কোনো খরচ দেখাতে পারেনি, সেগুলো হলো পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংসদ সচিবালয়।

আইএমইডির তথ্য অনুযায়ী, জননিরাপত্তা বিভাগের ১৪টি প্রকল্পে বরাদ্দ ছিল ১ হাজার ১৮৪ কোটি টাকা। কিন্তু এর এক টাকাও খরচ করতে পারেনি বিভাগটি। একইভাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পে বরাদ্দ ৮৬৭ কোটি টাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ প্রকল্পে ১২১ কোটি টাকা, দুদকের ২ প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা এবং সংসদ সচিবালয়ের ২ প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ থাকলেও খরচ হয়নি কোনো টাকাই। সব মিলিয়ে এই পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের মোট বরাদ্দ দাঁড়ায় প্রায় ২ হাজার ১৮২ কোটি টাকা।

চলতি অর্থবছরে মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় বাস্তবায়িত হচ্ছে ১,১৯৮টি প্রকল্প। কিন্তু জুলাই–আগস্ট দুই মাসে সামগ্রিক বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র ২ দশমিক ৩৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

এই সময়ে সব প্রকল্প মিলিয়ে খরচ হয়েছে ৫ হাজার ৭১৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৭ হাজার ১৪৩ কোটি টাকা। অর্থাৎ এবার খরচ কমেছে ১ হাজার ৪২৯ কোটি টাকা।