পোশাক ও পাটপণ্যে ধাক্কা, তবু সামগ্রিক রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে

প্রতিবেদক: টানা দুই মাস ধরে দেশের পণ্য রপ্তানি খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি বছরের আগস্ট মাসে রপ্তানি কমেছিল প্রায় ৩ শতাংশ। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে রপ্তানি আরও কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ। তবে সামগ্রিক হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) পণ্য রপ্তানি এখনো ইতিবাচক ধারায় রয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)  রোববার সাম্প্রতিক রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ১ হাজার ২৩১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল কম। ফলে এ বছর রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ।

শুধু সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে ৩৬৩ কোটি ডলার, যেখানে গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি হয়েছিল ৩৮০ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে মাসভিত্তিক তুলনায় রপ্তানি কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত মাসে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। অন্যদিকে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং প্রকৌশলখাতের রপ্তানি বেড়েছে।