সহজক্যাশ লিমিটেড অনুমোদিত নয়, বাংলাদেশ ব্যাংক সতর্কবার্তা

প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক সহজক্যাশ লিমিটেড নামে কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়নি। সম্প্রতি এই প্রতিষ্ঠানের নামে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞাপন কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। এতে বলা হয়েছিল, সহজক্যাশ লিমিটেড প্রাক-পরিচালন পর্যায়ে আছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস্তবে সহজক্যাশ লিমিটেডের নামে কোনো এমএফএস চালুর আবেদন গ্রহণ করা হয়নি এবং এই ধরনের কোনো অনুমোদন প্রক্রিয়াধীনও নেই। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটি আর্থিক লেনদেন বা এমএফএস চালু করতে পারে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। সহজক্যাশ লিমিটেডের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা বা প্রতিশ্রুতি দেওয়া বিপজ্জনক হতে পারে। তাই ব্যাংক, ব্যক্তি ও গ্রাহকরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।