আবারও বাড়ল সোনার দাম, ভরিতে নতুন রেকর্ড

প্রতিবেদক: দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। চলতি মাস এখনো অর্ধেকও পেরোয়নি, তার মধ্যেই এ নিয়ে ষষ্ঠ দফায় সোনার মূল্য বৃদ্ধি করা হলো। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। এতে এক দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম বাড়ছে ২ হাজার ৬১৩ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দর হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

নতুন দামের ফলে আগামীকাল থেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়। বর্তমানে এটি বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। একইভাবে ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার রাতে সোনার এই নতুন মূল্য ঘোষণা দিয়েছে। সংস্থাটি বরাবরের মতো জানাচ্ছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা খাঁটি সোনার দামের ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারেও দাম সমন্বয় করতে হয়েছে। বিশ্ববাজারে ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রভাবই এর প্রধান কারণ।

চলতি মাসে এখন পর্যন্ত মোট ছয়বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস, এবং প্রতিবারই তা বেড়েছে। এর মধ্যে ৭ অক্টোবর দেশে প্রথমবারের মতো ভরিতে সোনার দাম ২ লাখ টাকার মাইলফলকে পৌঁছে যায়। অথচ মাত্র ২৬ মাস আগে এক ভরি সোনার দাম ছিল ১ লাখ টাকা।

এ দফায় রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৬ হাজার ২০৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একইভাবে ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকায়।

আগামীকাল থেকে নতুন দামে ২২ ক্যারেট সোনায় ভরিপ্রতি ২ হাজার ৬১৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৮৩১ টাকা করে বাড়তি দাম গুণতে হবে।