নতুন বিনিয়োগ আনার জন্য জ্বালানি নিরাপত্তা ও নীতির ধারাবাহিকতা জরুরি: অ্যামচেম সভাপতি

প্রতিবেদক: নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতি দমন এবং দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। এসব উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা শেরাটন হোটেলে অ্যামচেমের আয়োজনে ‘অ্যামচেম ইনসাইটস: ইকোনমিক অ্যান্ড ইনভেস্টমেন্ট আউটলুক’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অ্যামচেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সভায় সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। লজিস্টিক অবকাঠামো ব্যবস্থাপনা, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুটি ইউনিটে বিভক্তকরণ এবং ব্যাংকিং খাতের সুশাসন জোরদারের মতো সংস্কার কার্যক্রম চলমান। এসব উদ্যোগ একটি টেকসই ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তোলার দৃঢ় অভিপ্রায়কে প্রতিফলিত করে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উপস্থাপনা দেন। তিনি বলেন, বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৪ শতাংশে নেমেছে। স্থায়ী মূল্যস্ফীতি ও স্থবির মজুরি প্রবৃদ্ধির মধ্যে অনাদায়ি ঋণের (এনপিএল) হার ২০ শতাংশের বেশি, যা এশিয়ার সর্বোচ্চ। তিনি রাজস্ব ব্যবস্থাপনা, জ্বালানি খাতের প্রশাসন এবং ব্যাংকিং খাতের তদারকিতে দ্রুত ও কার্যকর সংস্কারের আহ্বান জানান।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব জানান, বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের একত্রে কাজের জন্য স্থান নির্ধারণ, এনবিআরের সঙ্গে মাসিক সমন্বয় সভা এবং বিনিয়োগ সম্পর্ক ব্যবস্থাপনা দল গঠনসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমিন বলেন, জাতীয় শিল্পনীতি বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি খাতের প্রবৃদ্ধি, রপ্তানি ও এসএমই খাতের উন্নয়নে কাজ চলছে। ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস), অনলাইন অনুমোদন ব্যবস্থা, বৈদ্যুতিক গাড়ির নীতি এবং লজিস্টিকস পলিসি হালনাগাদসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব মো. বদরুজ্জামান মুনশি জানান, বাণিজ্য সহজীকরণের জন্য অগ্রিম কর হ্রাস, ফ্রি জোন নীতিমালা প্রণয়ন, ব্যাংক গ্যারান্টি সুবিধা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, আমদানি-রপ্তানি হাব ও বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো চালুর মাধ্যমে সীমান্ত বাণিজ্য আরও প্রতিযোগিতামূলক করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ডব্লিউটিও) মোস্তাফিজুর রহমান, অ্যামচেমের কোষাধ্যক্ষ আল মামুন এম রাশেল, নির্বাহী কমিটির সদস্য রাশেদ মুজিব নোমান প্রমুখ।