
প্রতিবেদক: বন্দরে সেবার মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। কর্মসূচি অনুযায়ী, এ সময়ে বন্দর–সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত ছিল এজেন্টরা।
গতকাল শনিবার নগরের নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে সপ্তাহব্যাপী প্রতীকী এ কর্মসূচি ঘোষণা করেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী। সভায় বলা হয়, এক সপ্তাহের মধ্যে মাশুল স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে বড় আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, মাশুল বাড়ানোর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে। চার ঘণ্টার এ কর্মসূচিতে মূলত পণ্য খালাসের মতো কার্যক্রম থেকে বিরত ছিল এজেন্টরা। ফলে দিনের শুরুতে বন্দর থেকে পণ্য খালাস ব্যাহত হলেও দিনের শেষভাগে তা পূর্ণ করা সম্ভব হবে।
এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্টসের মতো গাড়িমালিকদের সংগঠনগুলোও বন্দর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখে। এর ফলে বন্দর দিয়ে পণ্য ও কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে।
ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হয়েছে। আগের তুলনায় গড়ে প্রায় ৪১ শতাংশ মাশুল বৃদ্ধি করা হয়েছে। নতুন মাশুল কার্যকর করা হয়েছে বিদেশি অপারেটরদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে বলে সমালোচনা রয়েছে।