ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস (স্কয়ার ফার্মা) গত ২০২৪–২৫ অর্থবছরের জন্য শেয়ারধারীদের রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারধারীদের মধ্যে মোট ১ হাজার ৬৪ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করবে। প্রতি শেয়ারের বিপরীতে ১২০ শতাংশ বা ১২ টাকা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। আজ বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, গত জুনে সমাপ্ত অর্থবছরে স্কয়ার ফার্মা সম্মিলিতভাবে ২ হাজার ৩৯৭ কোটি টাকা মুনাফা করেছে। এই মুনাফা থেকেই শেয়ারধারীদের মধ্যে ১ হাজার ৬৪ কোটি টাকা বিতরণ করা হবে। কোম্পানি–সংশ্লিষ্টরা জানান, এটি স্কয়ার ফার্মার ব্যবসার ইতিহাসে সর্বোচ্চ মুনাফা ও লভ্যাংশ ঘোষণা।
২০২৩–২৪ অর্থবছরে স্কয়ার ফার্মার সম্মিলিত মুনাফা ছিল ২ হাজার ৯২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা বেড়েছে ৩০৫ কোটি টাকা বা প্রায় ১৪.৫ শতাংশ। আগের বছর কোম্পানিটি লভ্যাংশ হিসেবে বিতরণ করেছিল ৯৭৫ কোটি টাকা। এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকায়—অর্থাৎ ৮৯ কোটি টাকার বৃদ্ধি।
কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো লভ্যাংশ বিতরণের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানিটি ১১০ শতাংশ হারে (প্রতি শেয়ারে ১১ টাকা) লভ্যাংশ দিয়েছিল, আর এবার ঘোষণা করেছে ১২০ শতাংশ (প্রতি শেয়ারে ১২ টাকা)।
গত অর্থবছরে স্কয়ার ফার্মা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মিলে সম্মিলিতভাবে ৭ হাজার ৬২৯ কোটি টাকার ব্যবসা করেছে, যা আগের বছরের (৭ হাজার ১০ কোটি টাকা) তুলনায় ৬১৯ কোটি টাকা বেশি। ব্যবসা প্রবৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাওয়া কোম্পানির সার্বিক লাভ বাড়িয়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, শেয়ারবাজার ও আর্থিক খাতে বিনিয়োগের মাধ্যমে স্কয়ার ফার্মা গত অর্থবছরে ৬২১ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের ৪৬৫ কোটি টাকার তুলনায় ১৫৬ কোটি টাকা বা প্রায় ৩৩ শতাংশ বেশি। বিনিয়োগ খাত থেকে প্রাপ্ত এই মুনাফাই রেকর্ড মুনাফায় বড় ভূমিকা রেখেছে।
সহযোগী প্রতিষ্ঠানগুলোর মুনাফা যোগ না করে এককভাবে স্কয়ার ফার্মার মুনাফা ছিল ১ হাজার ৪৭৪ কোটি টাকা, যা আগের বছরের ১ হাজার ৫৫৯ কোটি টাকার চেয়ে প্রায় ৫.৫ শতাংশ কম। তবে সহযোগী প্রতিষ্ঠানগুলো ভালো ব্যবসা করায় সম্মিলিতভাবে কোম্পানির মোট মুনাফা বেড়েছে।
লভ্যাংশ বাবদ মোট ১ হাজার ৬৪ কোটি টাকার মধ্যে স্কয়ার ফার্মার উদ্যোক্তা–পরিচালকেরা পাবেন ৪৬৪ কোটি টাকা, কারণ কোম্পানির প্রায় ৪৪ শতাংশ শেয়ার তাঁদের হাতে। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ২৮৫ কোটি টাকা, যাঁদের হাতে রয়েছে প্রায় ২৭ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীরা পাবেন ১৬১ কোটি টাকা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৫৪ কোটি টাকা।
রেকর্ড মুনাফার কারণ জানতে চাইলে স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “নিজেদের ব্যবসা প্রবৃদ্ধির পাশাপাশি সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের বিপরীতে এ বছর ভালো মুনাফা পেয়েছে স্কয়ার ফার্মা। পাশাপাশি শেয়ারবাজার ও আর্থিক খাতে বিনিয়োগ করেও ভালো ফল এসেছে। এ কারণেই রেকর্ড মুনাফা করতে পেরেছি। দেশীয় কোম্পানিগুলোর মধ্যে আমরাই এবার শেয়ারধারীদের জন্য সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছি।”