প্রতিবেদক: আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অস্থায়ী গুদাম স্থাপনে যৌথ উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক খাতের দুই প্রধান সংগঠন—বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
ইতোমধ্যে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে গুদাম নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে আশা করছে সংগঠন দুটি। রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ গুদাম ‘অস্থায়ী সমাধান’ হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয় বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি শেডটি সম্পূর্ণভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এতে তৈরি পোশাক খাতের প্রায় ৫০০ কারখানার স্যাম্পল বা নমুনা পুড়ে নষ্ট হয়। এসব স্যাম্পল বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের পাঠানো ছিল, যেগুলোর ভিত্তিতে পোশাক প্রস্তুত করে থাকেন স্থানীয় উৎপাদকরা।
বিজিএমইএর হিসাবে, অগ্নিকাণ্ডে সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৮ মিলিয়ন ডলার (প্রায় ১০০ কোটি টাকা), তবে প্রকৃত ক্ষতি এক হাজার কোটি টাকার কম নয়। স্যাম্পল ধ্বংস হওয়ায় অনেক কারখানার সরবরাহ চেইন ব্যাহত হচ্ছে, ফলে রপ্তানি কার্যক্রম অন্তত এক মাস পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কার্গো ভিলেজের ক্ষতি কাটিয়ে উঠতে বিজিএমইএ ও বিকেএমইএ ‘রাব হল’ (Rub Hall) নামে একটি অস্থায়ী গুদাম স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ জন্য তৃতীয় টার্মিনালের খালি জায়গা ব্যবহার করা হবে, যা বর্তমানে পণ্য সংরক্ষণের জন্য প্রস্তুত নয়।
গত ২০ অক্টোবর দুই সংগঠনের সভাপতি—বিজিএমইএর মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর মোহাম্মদ হাতেম, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সরকারের অনুমোদন নিয়ে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া অগ্নিকাণ্ডে যেসব কারখানার কাঁচামালের বিপরীতে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) সংশোধনের প্রয়োজন হয়েছে, সেসব কারখানাকে অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিচ্ছে বিজিএমইএ ও বিকেএমইএ।
কার্গো ভিলেজ শুধু তৈরি পোশাক নয়, ওষুধ শিল্প ও কৃষিপণ্য রপ্তানিকারকরাও ব্যবহার করে আসছিলেন। ফলে অগ্নিকাণ্ডের প্রভাব এখন একাধিক খাতে পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।