অর্থনৈতিক স্থবিরতার মধ্যেও তৃতীয় প্রান্তিকে ৪০১০ কোটি টাকা আয় গ্রামীণফোনের

প্রতিবেদক: দেশের সামষ্টিক অর্থনীতির স্থবিরতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে গ্রামীণফোন লিমিটেড। এ সময় কোম্পানিটি মোট ৪ হাজার ১০ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি।

এই প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৬ লাখে, যার মধ্যে প্রায় ৫ কোটি ১২ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহারকারী—মোট গ্রাহকের প্রায় ৬০ শতাংশ।

গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গ্রামীণফোন লিমিটেড।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “বছরের শুরুতে আমাদের দৃঢ় অঙ্গীকার ছিল—আমরা দায়িত্বশীলভাবে প্রবৃদ্ধি অর্জন করব এবং খরচের দক্ষতা বজায় রাখব। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আর্থিক শৃঙ্খলা বজায় রেখেও আমরা যে প্রবৃদ্ধি অর্জন করতে পারি, এটি তারই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের অর্থনীতি সাময়িকভাবে গতি পেতে পারে, কারণ বাজারের সামগ্রিক কার্যক্রমে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তাই নতুন গ্রাহক অর্জনের সম্ভাবনা রয়েছে। প্রতি প্রান্তিকে আমরা প্রযুক্তি, পণ্য, ডিজিটাল অপারেশন এবং গ্রাহক সম্পৃক্ততায় নতুনত্ব আনছি, যাতে দ্রুত পরিবর্তনশীল বাজারে প্রাসঙ্গিক ও অগ্রণী থাকতে পারি।”

এদিকে গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) অটো মাগনে রিসব্যাক বলেন, “সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এখনো স্থবির এবং বাজারজুড়ে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় ধীর। টানা চার প্রান্তিকের পতনের পর এবার গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাওয়া একটি ইতিবাচক দিক।”

তিনি আরও বলেন, “আমাদের এখন একটি বাস্তবসম্মত ও ভবিষ্যৎ-উপযোগী অপারেটিং প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যার ভিত্তি হবে ক্লাউড-নেটিভ অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। যদিও এসব দীর্ঘমেয়াদি উদ্যোগ, তবে প্রবৃদ্ধিতে গতি ফিরে এলে এগুলোর কাঠামোগত সুবিধা স্পষ্ট হয়ে উঠবে।”