দেশে প্রথমবার ‘অ্যামেক্স মেম্বার উইক’ আয়োজন করছে সিটি ব্যাংক

প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো ‘অ্যামেক্স মেম্বার উইক’ আয়োজন করতে যাচ্ছে সিটি ব্যাংক। আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই সপ্তাহব্যাপী উৎসব।

সিটি ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আয়োজনে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা, আকর্ষণীয় অফার ও এক্সক্লুসিভ প্রমোশন।

ব্যাংকটি জানায়, অ্যামেক্স মেম্বার উইকের মাধ্যমে বাংলাদেশের অ্যামেক্স কার্ডধারীদের দৈনন্দিন খরচের অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন জনপ্রিয় মার্চেন্ট ক্যাটাগরিতে—শপিং, খাওয়াদাওয়া, ইলেকট্রনিকস, এন্টারটেইনমেন্ট, জুয়েলারি, বিউটি স্যালন ও ফার্নিচার—অ্যামেক্স কনজ্যুমার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এই অফার দেশের সব প্রধান শহরে প্রযোজ্য হবে।

অ্যামেক্স মেম্বার উইকের অংশ হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীদের জন্যও থাকছে বিশেষ অফার। অ্যামেক্স কার্ড ব্যবহার করে এমএফএস ওয়ালেটে অর্থ যোগ করলে বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট ও বিশেষ ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।

এছাড়া সিটি ব্যাংক চালু করছে একটি মার্চেন্ট ইনসেনটিভ প্রোগ্রাম। এর আওতায় মোটরবাইক, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন ক্যাটাগরিতে সেরা পারফর্মিং মার্চেন্টদের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে আমেরিকান এক্সপ্রেস লাইসেন্সধারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সিটি ব্যাংক দীর্ঘদিন ধরে গ্রাহকদের বিশ্বমানের পেমেন্ট সলিউশন ও উন্নত সুবিধা দিয়ে আসছে। বর্তমানে ব্যাংকটি দেশের কার্ড ব্যবসায় শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে এবং ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও উন্নত করছে।