প্রতিবেদক: পুঁজিবাজারে শেয়ার লেনদেনের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক সনদ বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটি মূলধন ও দায়দেনা সংক্রান্ত বিএসইসির (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএসই তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানায়।
ডিএসই সূত্রে জানা গেছে, বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সময় আল হারামাইন সিকিউরিটিজকে শেয়ারবাজারে লেনদেনের জন্য ট্রেক সনদ দেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। কিন্তু নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্তগুলো পূরণ করতে না পারায় কয়েক দফা সময় বাড়ানো হলেও তারা তা সম্পন্ন করতে ব্যর্থ হয়।
ফলে ডিএসই কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির লেনদেন সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়, যার ফলে আল হারামাইন সিকিউরিটিজ আর শেয়ারবাজারে কোনো লেনদেনে অংশ নিতে পারবে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টধারী গ্রাহক ছিলেন। এখন থেকে এসব বিনিয়োগকারী আল হারামাইন সিকিউরিটিজের মাধ্যমে শেয়ার কেনাবেচা করতে পারবেন না।
ডিএসই আরও জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যদি কোনো বিনিয়োগকারী বা গ্রাহকের তহবিল বা সিকিউরিটিজ নিষ্পত্তি–সংক্রান্ত অভিযোগ থাকে, তাহলে তা সংশ্লিষ্ট নথিপত্রসহ আগামী ১৩ নভেম্বরের মধ্যে লিখিতভাবে ডিএসইকে জানাতে হবে।