দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি, ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২,৬১২ টাকা

প্রতিবেদক:দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে ২২ ক্যারেট ভালো মানের সোনার ভরি মূল্য দাঁড়াচ্ছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নতুন দাম কার্যকর হবে। বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন মূল্য ঘোষণা করে। বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম বেড়ে যাওয়ায় সোনার দরে এ সমন্বয় আনা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা সোনার দাম কমানো হয়েছিল।

নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরি মূল্য ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ হাজার টাকা। ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে ২ হাজার ১৩৫ টাকা, নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি মূল্য ১ হাজার ৮৩১ টাকা বেড়ে পৌঁছেছে ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকায়। আজ বুধবার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকায়।