প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো এখন থেকে তাদের সব ধরনের নথি ডিজিটাল মাধ্যমে তাৎক্ষণিকভাবে অনলাইনে জমা দিতে পারবে। আগে একই নথি হার্ড কপি ও ই-মেইলে আলাদা আলাদা প্রতিষ্ঠানে পাঠাতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। এখন এক জায়গা থেকেই সব নথি জমা দেওয়ার সুবিধা চালু হয়েছে।
এই লক্ষ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) স্মার্ট সাবমিশন সিস্টেমে (এসএসএস) নতুন দুটি সুবিধা—রেগুলেটরি সাবমিশন মডিউল এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অনবোর্ডিং—যুক্ত করেছে। বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সেবার উদ্বোধন করা হয়।
ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রেগুলেটরি সাবমিশন মডিউলের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলো আর্থিক প্রতিবেদন, বোর্ড সভার সিদ্ধান্ত, লভ্যাংশ ঘোষণা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দ্রুততম সময়ে অনলাইনে জমা দিতে পারবে। অন্যদিকে, সিএসই অনবোর্ডিং চালু হওয়ায় ডিএসইতে একবার তথ্য জমা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে সিএসইতে পৌঁছে যাবে, এবং সিএসইতে জমা দেওয়া তথ্য ডিএসইতে চলে আসবে। এতে দুই এক্সচেঞ্জে আলাদা আলাদা নথি পাঠানোর প্রয়োজন হবে না, ফলে সময় সাশ্রয় হবে এবং কাজের গতি বাড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, ডিএসইর এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাজারসংশ্লিষ্ট আর্থিক তথ্যের সহজ, স্বচ্ছ ও মানসম্মত প্রাপ্যতা নিশ্চিত করবে। এতে নিয়ন্ত্রক, নিরীক্ষক ও অন্যান্য অংশীজনের কাজের দক্ষতা বাড়বে।
সভাপতির বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, এত দিন নথি জমা ও রিপোর্টিংয়ের বড় অংশ ম্যানুয়াল এবং হার্ড কপিনির্ভর ছিল, যা বিনিয়োগ সংশ্লিষ্ট কার্যক্রমকে ধীর ও জটিল করেছিল। নতুন ডিজিটাল ব্যবস্থা এ অবস্থার পরিবর্তন আনবে।
এর আগে স্বাগত বক্তব্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান জানান, এখন থেকে কোম্পানি ও বাজারসংশ্লিষ্ট অংশীজনেরা নিজ নিজ অফিস থেকেই অনলাইনে নথিপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যেই ডিএসইর ওয়েবসাইটের আধুনিক ল্যান্ডিং পেজ উন্মোচনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বিএসইসির প্রধান হিসাবরক্ষক খায়রুল আনাম খান বলেন, ইস্যুয়ারদের দাপ্তরিক জটিলতা কমানো ও অযথা দৌড়াদৌড়ি বন্ধ করাই এই ডিজিটালাইজেশনের মূল উদ্দেশ্য। সময়ের সঙ্গে সঙ্গে স্মার্ট সাবমিশন সিস্টেমে আরও নতুন নতুন ব্যবসায়িক কার্যক্রম যুক্ত করা হবে।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ইনস্যুরেন্স ও ক্যাপিটাল মার্কেট উইংয়ের অতিরিক্ত সচিব মো. সাইদ কুতুব, ডিবিএর সভাপতি সাইফুল ইসলামসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।