প্রতিবেদক: বিশ্ববাজারে সোনার দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদহার কমানোর সম্ভাবনার আশায় বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন। এ কারণেই বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে শুক্রবার সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৭৪ ডলার ১৫ সেন্টে পৌঁছেছে। এটি ১৪ নভেম্বরের পর সোনার সর্বোচ্চ দাম। সাপ্তাহিক হিসাবে দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।
বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, “সোনার বাজারে মৌলিক মনোভাব খুবই ইতিবাচক। বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় কার্যক্রম এ বছর সোনার দামের উত্থানকে ত্বরান্বিত করেছে।”
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোনা সাধারণত নিম্ন সুদের সময় ভালো পারফরম্যান্স দেখায়। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ডিসেম্বরে নীতি সুদহার কমানোর সম্ভাবনা এখন ৮৫ শতাংশ, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ শতাংশ।
বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশে তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। উল্লেখ্য, গত অক্টোবরের সোনার দাম ২ লাখ ১৭ হাজার টাকায় পৌঁছেছিল, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।