ফেলনা থেকে রপ্তানি পণ্য: গ্রামের কারখানায় গড়ে উঠছে বৈদেশিক আয় ও কর্মসংস্থান
প্রতিবেদক: কয়েক বছর আগেও যেসব বস্তু ফেলনা হিসেবে ফেলে দেওয়া হতো—যেমন পেঁপেগাছের ডালপালা বা নল, আমগাছ ও নিমগাছের চিকন ডাল, পাটচুন ঘাস কিংবা নীলকণ্ঠ ফুল—সেসব এখন রপ্তানি পণ্যে পরিণত হয়েছে। এসব ব্যবহার করে তৈরি হচ্ছে পোষা প্রাণীর খাবার ও খেলনা। এর মাধ্যমে দেশে আসছে মূল্যবান বৈদেশিক মুদ্রা। এই উদ্যোগের পেছনে রয়েছেন মাগুরার জাগলা গ্রামের উদ্যোক্তা […]