পানি ছাড়া পালনযোগ্য নতুন হাঁসের জাত দেশে এনেছে প্ল্যানেট অ্যাগ্রো
প্রতিবেদক: হাঁস মানেই পানি—এ ধারণা বদলে দিতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান প্ল্যানেট অ্যাগ্রো। ফ্রান্স থেকে আমদানি করা এমন এক নতুন হাঁসের জাত দেশে এনেছে তারা, যাকে পানি ছাড়াই শুকনা জায়গায় বা মাচার ওপর পালন করা যায়। মাত্র ৪৫ দিনেই প্রতিটি হাঁসের ওজন প্রায় ৩ কেজি পর্যন্ত হয়। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ […]