ডেলিভারির পেছনে ধীরে ধীরে টেকে থাকা তরুণদের অদম্য সাহস
প্রতিবেদক: অনেকটা যেন সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতার সেই পত্রবাহক। তবে এই রানারের কাঁধে চিঠিপত্র নয়, আছে খাবারের প্যাকেট। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নগর জীবনে যুক্ত হয়েছে অনলাইন খাবার সরবরাহের নতুন ধারা। রেস্তোরাঁ থেকে খাবার এখন সরাসরি চলে আসছে গ্রাহকের ডাইনিং টেবিলে। আর এই পরিষেবার অন্যতম চালিকাশক্তি হলেন ডেলিভারি রাইডাররা। ঢাকার অলিগলি পেরিয়ে অক্লান্তভাবে বাইসাইকেল চালিয়ে […]