চার দশক পর চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়ছে, উদ্বেগে ব্যবসায়ীরা
প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমনের পর যেসব সেবা দেওয়া হয়, সেগুলোর বিপরীতে নির্দিষ্ট হারে ট্যারিফ বা মাশুল আদায় করে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে ৫২টি মূল সেবার (লাইন আইটেম) বিপরীতে মাশুল আদায় করা হলেও নতুন ট্যারিফ কাঠামোতে সেগুলোকে সংক্ষিপ্ত করে ২৩টিতে রূপান্তর করা হয়েছে। এ প্রস্তাবনায় চারটি সেবা বাতিল করা হয়েছে এবং নতুন করে পাঁচটি সেবা অন্তর্ভুক্ত […]